"প্রযুক্তির সহায়তা নারীর ক্ষমতায়ন "শীর্ষক ব্যানারে বাগেরহাটের মোরেলগঞ্জে ৩য় পর্যায়ে নারী ফ্রিল্যান্সার তৈরীর লক্ষ্যে ও নারীদের আত্মকর্মসংস্থান বৃদ্ধিতে ওমেন আইটি সার্ভিস প্রোভাইডার প্রশিক্ষণার্থীদের মাঝে ল্যাপটপ বিতারণ করা হয়েছে।
মঙ্গলবার(২৪ ডিসেম্বর)বিকাল ৪ টায় উপজেলা পরিষদের সভা কক্ষে উপজেলা প্রশাসন ও তথ্য প্রযুক্তি অধিদপ্তরের আয়োজনে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস একাডেমিক সুপারভাইজার বাকি বিল্লাহ এর পরিচালনায় উপজেলা আইসিটি অফিসার ত্রিদিব সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল ইসলাম।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য ও উপস্থিত ছিলেন ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী বাংলাদেশ মোরেলগঞ্জ উপজেলা শাখার নায়েবি আমীর মাস্টার মনিরুজ্জামান,উপজেলা প্রেসক্লাব সভাপতি এইচ এম শহিদুল ইসলাম,সাধারণ সম্পাদক মোঃ শামীম হাসান মল্লিক,উপজেলা আইসিটি অফিস ও হার পাওয়ার প্রকল্পের মোহাম্মদ তুহিন হোসেন সুমন রায় চৌধুরী,আদনান আরফান মোহাম্মদ মেহেদী হাসান প্রমূখ।
প্রশিক্ষণ শেষে উপজেলার বিভিন্ন এলাকা থেকে অংশগ্রহণকারী মোট ৮০ জন নারীর মাঝে এই ল্যাপটপ বিতারণ করা হয়।
আপনার মতামত লিখুন :